পঙ্কজকে স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বৃহস্পতিবার তাকে জানিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আওয়ামী লীগ নেতারা বলেন, পঙ্কজ দেবনাথকে অব্যাহতি নয় সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এর আগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত মোল্লা মো. আবু কাওছারকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে সরানো হয়। বুধবার তাকে সরানোর পরই পঙ্কজ দেবনাথের বিষয়ে এই নির্দেশনা আসে।

১৭ বছর ধরে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন পঙ্কজ। বর্তমানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য তিনি।

আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলন হবে।

চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ নেতাদের সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসে। গ্রেফতার হয় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ আরো অনেক নেতা।

Print Friendly

Related Posts