কবি আশরাফুল মোসাদ্দেক এর নতুন কবিতা

না হারালো চশমা
                     না হারালাম আমি

 

টেক্সট এসেছে : পাওয়া গেছে চশমাটি
বিনিময়ে টকদই চাই— অথচ আমার
কোনো চশমাই হারায়নি— তাহলে কি
আমি হারিয়েছি খাদ্য ও ভালোবাসায়
.
গতকাল কিছু একটা হারিয়ে গেছে
হয়তো বা কেউ একজন পেয়ে গেছে
আমি কি হারিয়ে গেছি ঠিক গতকাল
নাকি শুধু আমার পুরোনো চশমাটি
.
কতোকিছুই তো হারায় জ্ঞানে অজ্ঞানে
ধরা যাক আমার পুরোনো চশমাটি
এখন অন্যের টেবিলে হেলান দিয়ে
গভীর ঘুমে সাঁতার কেটে হয়েছে নিমগ্ন
.
অথবা তন্দ্রাতুর চশমাটি ভাবছে
জন্তুর পুরো রোস্টটাই আমার চাই
চাই আরো অফুরন্ত ভালোবাসা
আরো ফলের চা— চিড়েমুড়ি সব
.
গতকাল কিছু একটা সত্যিসত্যিই যদি
হারিয়ে থাকে ভুলে কিংবা বেভুলে
তাহলে আজ এখন নাকের জাজিমে
কে তবে শুয়ে আছে— বৃদ্ধ চশমাটি
.
কোনো সময় এমনই সুসময় যখন
বৃক্ষ কথা বলে পাখি খুঁজে গোধূলিতে
উড়ন্ত উঁইপোকা— বাঁচাটা পূর্ণ হয়
পুষ্পিত অর্কিডের মতো ফুল্ল পেখম
.
অথবা আদুরে পুষি বিড়ালের মতো
মোলায়েম রেশমের মতো চকচকে
জীবন মৃত্যুর পার্থক্য শূন্য হয়ে যায়
খিলখিলিয়ে সাজে মশলাদার খিলিপান
.
যদি ভালোলাগা ব্যাকরণের খোলক
ফেলে দেয় চোখ হয় নীলাভ অঞ্জন
টলোমলো অপরূপ আয়না মহল
মৎস্যের গুরুত্ব বর্ধিত হয় অসীমে
.
না হারালো চশমা না হারালাম আমি
শুধু জম্পেশ কুরসিবোনা স্মৃতির হুল্লা
মালাইচপের মতো বালিকার অনুভব
জাবরকাটা রাত বনানীতে হলো কাত

Print Friendly

Related Posts