পবিপ্রবি শিক্ষকের পিএসটিইউ ভ্যাজাইনো-স্যারভাইকাল ডিভাইস উদ্ভাবণ

ইয়াসির আরাফাত,পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টির মেডিসিন, সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল-এর তত্ত্বাবধানে উদ্ভাবিত হলো “পিএসটিইউ ভ্যাজাইনো-স্যারভাইকাল ডিভাইস (PSTU-VSD)”

২৮অক্টোবর এক সংবাদ সম্মেলনে তিনি এই যন্ত্র সম্পর্কে বিস্তারিত বলেন।

উক্ত ডিভাইসটি নিম্নোক্ত কাজে ব্যবহার করা যাবে-
১. প্রাণীর সারভিক্স এর বর্হিমুখ (External orifice) দেখতে সহায়তা করবে।

২. স্যারভাইকাল কৃত্রিম প্রজনন এর (Cervix AI) জন্য ব্যবহার করা যাবে।

৩. ভ্যাজাইনাল ও স্যারভাইকাল প্রদাহ দেখতে সহায়তা করবে।

৪. গর্ভবতী প্রাণীর বাচ্চা প্রসবের সময় জরায়ুমুখ খুলছে কি না দেখতে সহায়তা করবে।

৫. কৃত্রিম প্রজনন এর সময় সারভিক্স এর মধ্যে সহজেই কৃত্রিম প্রজনন পাইপ (AI gun) প্রবেশ করানো যাবে।

৬. জরায়ু হতে সংক্রামক দূষিত পদার্থ অপসারণ করতে সহায়তা করবে।

৭. কৃত্রিম প্রজনন টেকনিশিয়ানদের কৃত্রিম প্রজনন করতে সহায়তা করবে।

ডিভাইসটি এস এস (Stainless Steel) পাইপ (১.০০ এমএম) দ্বারা বিশেষ  কৌশলে এবং পরিমাপে প্রাণীর প্রজাতি অনুসারে প্রস্তুত করা হয়েছে।

পরিমাপঃ
গরু/মহিষঃ
•বড় উন্নত জাতঃ পরীক্ষণ পাইপ- দৈর্ঘ্য ১২”× ব্যাস ২” এবং হাতল- ধৈর্য্য ৫” × ব্যাস ১”
•মধ্যম জাতঃ পরীক্ষণ পাইপ- দৈর্ঘ্য ১০”× ব্যাস ১.৫” এবং হাতল- ধৈর্য্য ৫” × ব্যাস ১”
•দেশি ছোট জাতঃ পরীক্ষণ পাইপ- দৈর্ঘ্য ৮”× ব্যাস ১” এবং হাতল- ধৈর্য্য ৫” × ব্যাস ১”

ছাগল/ভেড়াঃ
•বড় উন্নত জাতঃ পরীক্ষণ পাইপ- দৈর্ঘ্য ৬”× ব্যাস ০.৭৫” এবং হাতল- ধৈর্য্য ৫” × ব্যাস.০.৭৫”
•ছোট দেশি জাতঃপরীক্ষণ পাইপ- দৈর্ঘ্য ৬”× ব্যাস ০.৫” এবং হাতল- ধৈর্য্য ৫” × ব্যাস ০.৫”

pstu

ড. অসীত কুমার পাল বলেন, উক্ত ডিভাইসটির কোনরূপ পার্শ্বপ্রতিক্রিয়া নেই। উদ্ভাবিত ডিভাইসটির মূল্য সম্পর্কে ড. অসীত কুমার পাল জানান যে আকৃতি অনুসারে এর প্রস্তুত মূল্য ২০০-৫০০ টাকা।

এসময় আরো উপস্থিত ছিলেন অনুষদীয় ডিন অধ্যাপক ড. মোঃ মামুন -অর- রশিদ, মেডিসিন, সার্জারী এন্ড অবসক্টেটিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আনিসুর রহমান , সহযোগী অধ্যাপক ড. লালমদ্দীন মোল্লা, সহযোগী অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস, ডাঃ এস. এম হানিফ, ডাঃ দীপা পাল।

Print Friendly

Related Posts