বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ

ইফতেখার শাহীন: বরগুনার পাথরঘাটা থেকে ১১শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের নারিকেলবাড়ীয়া এলাকায় এফবি তরিকুল নামে মাছ ধরা একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৫ জন জেলেসহ ট্রলারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে গত দুই দিনে ওই ট্রলারের ১৫ জেলেসহ ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকালে নারিকেল বাড়িয়ায় বঙ্গোপসাগরে ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার পর কোনো এক সময় ট্রলারটি নিখোঁজ হয়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তাফা চৌধুরী জানান, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এসে সগির হোসেন নামে ওই ট্রলারের এক মাঝি তাকে এই তথ্য জানিয়েছেন।
সগির তাকে জানান, বরগুনা সদরের নলী গ্রামের নজরুল ইসলামের মালিকানাধীন ‘তরিকুল’ নামের ট্রলারটি নিয়ে ১৬ জন জেলে গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সকাল ৭টার দিকে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নারিকেল বাড়িয়া এলাকায় ট্রলারটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এ সময় জেলে সগির হোসেন অন্য ট্রলারে উঠে তীরে ফিরে আর একটি ট্রলার নিয়ে নষ্ট ট্রলারটি উদ্ধারের জন্য সেই এলাকায় যান। তারা গিয়ে ট্রলারটি আর খুঁজে পাননি।
Print Friendly

Related Posts