৪১ সদস্য লেখককে সম্মাননা দিল ডিআরইউ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সৃজনশীল, মননশীল, শিশুসাহিত্য ও গবেষণামূলক বইয়ের জন্য সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিক শফি, নিজস্ব প্রতিবেদক ইন্দ্রজিৎ সরকারসহ ৪১ জনকে সম্মাননা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

তারা সবাই এ সংগঠনের সদস্য।

সোমবার সেগুনবাগিচায় ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

সম্মাননাপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন- আজকালের খবরের আলতাব হোসেন, আমাদের অর্থনীতির দীপক চৌধুরী, ভোরের কাগজের শামসুজ্জামান শামস, বাংলা চ্যানেলের রকিবুল ইসলাম মুকুল, এসএ টিভির জুনায়েদ আলী সাকী, বাংলা ট্রিবিউনের জুলফিকার রাসেল, ইনকিলাবের সায়ীদ আবদুল মালিক, অবজারভারের জীবন ইসলাম, ভারতের উত্তরবঙ্গ সংবাদের নির্মল চক্রবর্তী, চ্যানেল আইর মোস্তফা মল্লিক, চ্যানেল ২৪-এর আমীন আল রশীদ, প্রণব মজুমদার, যমুনা টিভির সাজ্জাদ আলম খান, ভোরের কাগজের শরীফা বুলবুল, জিটিভির জামশেদ নাজিম, আমার দেশের মুহাম্মদ আব্দুল্লাহ, ভোরের কাগজের ঝর্ণা মনি, আমাদের নতুন সময়ের সমীরণ রায়, শেয়ার বিজের মুস্তাফিজুর রহমান নাহিদ, দিনকালের আবদুল্লাহ জেয়াদ, রাইজিং বিডির মেহেদী হাসান ডালিম, বর্তমানের মোতাহার হোসেন।

সম্মাননা পেয়েছেন বাংলাদেশ সময়ের মিজান রহমান, সময়ের আলোর এম মামুন হোসেন, ঢাকা টাইমসের হাবিবুল্লাহ ফাহাদ, বাংলাভিশনের ইমরুল কায়েস, আরটিভির মাইদুর রহমান রুবেল, এসএ টিভির খন্দকার দেলোয়ার জালালী, চ্যানেল আইর জাহিদ নেওয়াজ খান, এনটিভির রোকন উদ্দিন, চ্যানেল আইর তারিকুল ইসলাম মাসুম, বাংলা ট্রিবিউনের উদিসা ইসলাম, বাসসের কানাই চক্রবর্ত্তী, বাংলাদেশ পোস্টের এহসানুল হক জসীম, আমাদের অর্থনীতির শাহীন চৌধুরী, আমার দেশের হাসান হাফিজ, নিউজপ্রেসবিডির আবদুল মান্নান, চেঞ্জ টিভির আমিরুল মোমেনীন মানিক ও অ্যাপারেল নিউজের শেখ মাহমুদ এ রিয়াত।

অনুষ্ঠানে হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা ভাষা এবং বিশ্বসাহিত্যের নেতৃত্ব দেবে বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন, ডিআরইউর এ উদ্যোগ সংগঠনের সদস্যদের সৃজনশীলতাকে উৎসাহিত করবে। ডিআরইউর লাইব্রেরিকে সমৃদ্ধিশালী করতে বাংলা একাডেমি সব সময় পাশে থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।সভাপতির বক্তব্যে ইলিয়াস হোসেন বলেন, ডিআরইউর সদস্যদের সৃজনশীলতা ও মননশীলতাকে উৎসাহিত করতেই এ আয়োজন। ভবিষ্যতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।

ডিআরইউর প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত ও অনুষ্ঠানের সদস্য সচিব খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। এছাড়া হাসান হাফিজ, মোহাম্মদ আব্দুল্লাহ, কানাই চক্রবর্ত্তী, তারিকুল ইসলাম মাসুম ও শরীফা বুলবুলও বক্তব্য দেন। অন্যদের মধ্যে অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, নারীবিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মাকসুদুল হাসান ও রাশেদুল হক এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts