সব আসনে জিতেও বিজয় মিছিল না করার পরামর্শ মমতার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পশ্চিমবঙ্গে মমতা তিনে তিন৷ সবুজ ঝড়ে ধুলিশাৎ গেরুয়া শিবির৷ রাজ্যের তিনটি বিধানসভার উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল৷ এর মধ্যে তৃণমূল দু’টি আসন জিতেছে ২১ বছর পর৷ তা স্বত্বেও দলীয় নেতা নেত্রীদের বিজয় মিছিল না করার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

কালিয়াগঞ্জ, খড়্গপুর ও করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছে তৃণমূল৷ ফলাফল ঘোষণার পরই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোনও বিজয় মিছিল না করার পরামর্শ দিয়েছেন৷ দলের নেতা,কর্মীদের উদ্দ্যেশ্য জানান,বিজয়পর্বকে পালন করতে হবে শৃঙ্খলার সাথে, সংযতভাবে৷ তাছাড়া তিনি জানান, আমি নিজেই সময় করে কালিয়াগঞ্জ, খড়্গপুর ও করিমপুরের মানুষের কাছে ব্যক্তিগতভাবে গিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আসব৷

প্রসঙ্গত,কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২৪১৪ ভোটে জিতেছেন তৃণমূলের প্রার্থী তপনদেব সিংহ। অন্যদিকে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার জিতেছেন ২০৮৫৩ ভোটে৷ এছাড়া করিমপুরও নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল৷ এখানে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় ২৩৯১০ ভোটে জয়লাভ করেছেন৷

Print Friendly

Related Posts