পবিপ্রবি’তে সম্মিলিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ইয়াসির আরাফাত, পবিপ্রবি প্রতিনিধি: আজ শনিবার, সকাল ১১ টায় (৩০শে নভেম্বর) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাকি কৃষি বিশ্ববিদ্যালয় গুলোতে একযোগে গুচ্ছ পদ্ধতিতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া সম্মিলিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।
এবার সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৩,৫৫০ টি আসনের জন্য লড়াই করে ৩৫,৫০০ জন ভর্তি পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৫ই ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা।
Print Friendly

Related Posts