স্বপ্নযাত্রা ফাউন্ডেশন-২০০০ এর লোগো উন্মোচন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ “বন্ধুত্বের স্বপ্ন পূরণে, সুদৃঢ় বন্ধনে” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার রাজধানী ঢাকার রমনা চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হলো মতলব উত্তর এসএসসি-২০০০ সালের পরীক্ষার্থীদের সংগঠন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন-২০০০ এর লোগো উন্মোচন ও ২য় সাংগঠনিক সভা৷
সভায় এসএসসি-২০০০ সালের ব্যাচের মতলব উত্তরের ২৫টি স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে ৷ দীর্ঘ ১৯বছর পর সহপাঠীদেরকে কাছে পেয়ে ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা পুরনো স্মৃতি মনে করে আনন্দ উল্লাসে খোশগল্পে মেতে উঠে ৷ কেউ কেউ স্কুল জীবনের স্মৃতি মনে করে আবেগ আপ্লুত হয় ৷ভবিষ্যতে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন-২০০০ কে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন বলে জানানো হয় ৷
এসময় মতলব উত্তর এসএসসি-২০০০ব্যাচের শিক্ষার্থী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ডা.মোঃ মিজানুর রহমান রানা, ইঞ্জি. হাসানুজ্জামান চপল, নাউরী আহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের মো.আমিনুল ইসালাম, আব্দুল কাদির, একলাছপুর উচ্চ আবু তাহের রাজীব, জাহাংগীর আলম, নাওভাংগা  জয়পুর স্কুলের কৃষিবিদ নাসির উদ্দিন, নিশ্চিন্তপুর স্কুলের মসিউর সরকার, দশানী মোহনপুর স্কুলের মোঃ শাহিন, ছেংগারচর মডেল স্কুলের আউয়াল রাকিব, শাহ আলম, শরিফ উল্যাহ স্কুলের শামিম সরকার, ওটারচর স্কুলের আবু জাফর, ইমামপুর স্কুলের  বদিউজ্জামান চয়ন, মোজাদ্দেদিয়া স্কুলের পারভেজ আলম, মাথাভাংগা স্কুলের রোকনুজ্জামান, কালীপুর স্কুলের সাইফুল ইসলাম, সোভেল সামিল খানসহ ২৫ টি স্কুলের প্রায় ১০০ জন সহপাঠী উপস্থিত ছিলেন ৷
Print Friendly

Related Posts