মতলব উত্তরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

উপজেলা পরিববার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসেন পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, এমওএমসিএইচ (এফপি) ডা. নাসির আহম্মেদ, সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরুন্নবী, এসএসিএমও আবুল হাসনাত, অঞ্জন কুমার, পরিবার পরিকল্পনা পরিদর্শক রোমান মিয়া, মামুন পাটোয়ারী, জসিম উদ্দিন, রাকিবুল ইসলাম, মারফত আলী, মিজানুর রহমান আকন্দ, মো. জুয়েল’সহ সকল পরিবার কল্যাণ সহকারিবৃন্দ।

পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি, এই প্রতিপাদ্য বিষয়ে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর ২০১৯ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সভায় এবারে সর্বোচ্চ সেবা প্রদান করার আশ্বাস ব্যক্ত করেন বক্তারা। এবারে কিশোর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান নিয়েও আলোচনা করা হয়।

Print Friendly

Related Posts