বরগুনায় স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত

ইফতেখার শাহীন: বরগুনায় স্থানীয় পর্যায় এসডিজি বাস্তবায়নের অংশ হিসেবে ‘‘সরকারি নীতিমালার বাস্তবায়ন, স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ’’ অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফ্যাম, সেন্টার ফর পলিসি ডায়ালগ ও সেচ্ছাসেবী সংগঠন জাগোনারী গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ শীর্ষক প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার অফিসার্স ক্লাবে গতকাল সকাল ১০ টায় এ সংলাপের আয়োজন করেছে।
জাগোনারী’র প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাছুমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হাওলাদার, সনাক’র বরগুনা জেলা শাখার সাবেক সভাপতি আ: রব ফকীর ও বুড়িরচর হাইস্কুলের প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি।
সংলাপে প্রকল্প বিষয়ক উপস্থাপনা ও সংলাপের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান।
Print Friendly

Related Posts