মানিকগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মশালা

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত”এই প্রতিপাদ্যে  মুজিব বর্ষে নিরবচ্ছিন্ন  বিদ্যুৎ ও পল্লী বিদ্যুতের সেবা বর্ষ পালন উপলক্ষ্যে মানিকগঞ্জে দিন ব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে সদর উপজেলার মুলজান প্রধান কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো.আব্দুর রশিদ মৃধার সভাপতিত্বে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জহিরুল ইসলাম, পিজিসিরি প্রধান প্রকৌশলী দেওয়ান গিয়াসউদ্দিন মাহমুদ ও ডিজিএম সিদ্দিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষ  উপলক্ষ্যে বছর ব্যাপী সেবাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে, সারা বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শতভাগ বিদ্যুৎ সংযোগ প্রদান, শিল্প সংযোগ তরান্বিত করা, বিদ্যুৎ ব্যবহারে গ্রাহক সচেতন করা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সসহ নানা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন ।

Print Friendly

Related Posts