৩২ বছর পর চট্টগ্রামে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় : মৃত্যুদন্ড ৫

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রায় ৩২ বছর আগে ১৯৮৮ সালে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যাচেষ্টাসহ ২৪ জনকে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন সোমবার বিকেলে তিনটার দিকে এ রায় ঘোষণা করেন।

গতকাল যুক্তিতর্কের সময় জামিন বাতিল করা পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান, প্রদীপ বড়ুয়া, শাহ মো. আবদুল্লাহ, মমতাজ উদ্দিন এবং পলাতক জেসি মন্ডলকে প্রাণদণ্ড দেন আদালত।

১৯৮৮ সালের ২৪ জানুয়ারি বিকেলে নগরীর লালদীঘি ময়দানে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সমাবেশে যাওয়ার পথে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহর লক্ষ্য করে গুলি বর্ষণ করে পুলিশ। শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান দলের ২৪ জন নেতাকর্মী।

এঘটনায় নিহতরা হলেন, মো. হাসান মুরাদ, মহিউদ্দিন শামীম, স্বপন কুমার বিশ্বাস, এথলেবার্ট গোমেজ কিশোর, স্বপন চৌধুরী, অজিত সরকার, রমেশ বৈদ্য, বদরুল আলম, ডি কে চৌধুরী, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, সবুজ হোসেন, কামাল হোসেন, বি কে দাশ, পঙ্কজ বৈদ্য, বাহার উদ্দিন, চান্দ মিয়া, সমর দত্ত, হাসেম মিয়া, মো. কাসেম, পলাশ দত্ত, আব্দুল কুদ্দুস, গোবিন্দ দাশ ও শাহাদাত।

তৎকালীন পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদার নির্দেশে পুলিশ সদস্যদের মাধ্যমে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়।

গত ১৪ জানুয়ারি চাঞ্চল্যকর এ মামলায় সাক্ষগ্রহণ শেষ হয়। এ মামলায় সাবেক মন্ত্রী, সাংবাদিক, শিক্ষকসহ মোট ৫৩ জন সাক্ষ্য দিয়েছেন।

এ ঘটনায় ১৯৯২ সালের ৫ মার্চ আইনজীবী মো. শহীদুল হুদা বাদি হয়ে মামলা দায়ের করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মামলাটি পুনরুজ্জীবিত হয়।

Print Friendly

Related Posts