প্রকাশিত হলো জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির ‘ফিল্মস্ট্রিট’

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রকাশিত হলো জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির প্রথম প্রকাশনা ফিল্মস্ট্রিট’।

২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে কাজ করছে। চলচ্চিত্র নির্মাণপ্রদর্শনকর্মশালাপাঠচক্র ও আলোচনাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে তারা তাদের প্রথম প্রকাশনা- চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ফিল্মস্ট্রিট’ এর প্রকাশ ।

বইমেলা উপলক্ষ্যে সংখ্যাটি বের হলেও অনানুষ্ঠানিকভাবে পাওয়া যাচ্ছে টি.এস.সি-৮ নাম্বার রুম সহ তক্ষশীলাবাতিঘর ও লোক-এ।

এ সংখ্যায় লিখেছেন- সাফি উল্লাহআব্দুর রেহমানঅলিউর রহমান সানরুদ্র আরিফআকিল আশরাফরিসান আহমেদমশিউর রহমানমাকজুম ওয়াহিদদিলশাদ চৌধুরীরায়হান রাইনমানস চৌধুরী।

চলচ্চিত্র বিষয়ক বিশ্লেষণপর্যালোচনাঅনুবাদআলোচনা মোট ১১টি লেখা প্রকাশিত হয়েছে এ সংখ্যায়। 

পত্রিকাটি সম্পাদনা করেছেন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সভাপতি রুদ্রনীল আহমেদ।

Print Friendly

Related Posts