গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পাকিস্তানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হারলেও দক্ষিণ আফ্রিকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে অনূর্ধ্ব-১৯ দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে যুবা টাইগাররা।

এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্কটিশদের ৭ উইকেটে  উড়িয়ে কোয়ার্টারে ফাইনালের দিকে এগুতে থাকে যুবারা। যদিও পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে হেরে যাওয়ায় কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। আজ শুক্রবার ছিলো পাকিস্তানের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

বৃষ্টির বাধায় ম্যাচ না হওয়ায় সুবিধাই হয়েছে আকবর আলীদের। পচেফস্ট্রুমের উইটর‍্যান্ড স্টেডিয়ামে সকাল থেকেই ভেজা আউট ফিল্ডের কারণে খেলা সম্ভব হচ্ছিল না। বেলা গড়ানোর পর ওভার কেটে ৩৯ এ দাঁড়ায়। খেলা শুরু হওয়ার ২৫ ওভার না যেতেই আবার বৃষ্টির হানা। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হয়। বাংলাদেশ ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান করে।

Print Friendly

Related Posts