মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস উদযাপন

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিনম্র শ্রদ্ধায় ২১শে ফ্রেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নেয় উপজেলা প্রশাসন। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, উপজেলা জাতীয় পার্টি, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব’সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

রাত ১২.০১ ঘটিকায় পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরে বর্ণাঢ্য প্রভাত ফেরী বের হয়। পরে উপজেলা পরিষদের বটমূলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন অতিথিবৃন্দ।

mot-2

 শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষা দিবস পালন:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, প্রভাত ফেরী ও ছাত্র/ছাত্রীদের মাঝে চিত্রাংকন, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গান প্রতিযোগীতা হয়।

লুধুয়া হাইস্কুল এন্ড কলেজে ২১শে ফেব্রুয়ারী ভোরে বিশাল প্রভাত ফেরী বের হয়েছে। এতে সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। প্রভাত ফেরী শেষে জাতীয় সংগীত পরিবেশন শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক রুহুল আমিন, কামরুজ্জামান, ফজলুল হক তালুকদার, সহকারি প্রধান শিক্ষক আবু বকর, প্রভাষক দিলরুবা আক্তার, ফজিলা পারভীন, আমিনুল করিম, শাহীনুর আক্তার, সহকারি শিক্ষক হুমায়ুন কবির চাঁন মিয়া’সহ সকল শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা মুনছুর আহমেদ।

ফতেপুর উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকালে জাতীয় সংগীত পরিবেশন, বিশাল প্রভাত ফেরী, শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, দেশাত্বোবোধক গান, চিত্রাংকন প্রতিযোগীতা, শহীদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়াসহ নানান কর্মসূচী বাস্তবায়ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. রজ্জব আলী। উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক দিপঙ্কর চন্দ্র সরকার, সহকারি শিক্ষক রত্না পারভেজ, জসিম উদ্দিন, মো. জসিম উদ্দিন, শাহজালাল, আবু ইউসুফ, কবির হোসেন, মাসুদুর রহমান, ফজলুল হক, জাহাঙ্গীর আলম, আহাম্মদ হোসেন, আলী আব্বাস’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে ২১শে ফেব্রুয়ারী সকালে প্রভাত ফেরী বের হয়ে স্থানীয় এলাকার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। পরে জাতীয় সংগীত পরিবেশন, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতি আব্দুর রহিম পাঠান, সহকারি প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ফতেপুর পূর্ব ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সমাজসেবক এমরান হোসেন চৌধুরী রাজু, সমাজসেবক মো. শাহজালাল, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts