বরগুনায় পৌঁছেছে পিপিই, ২২ আইসোলেশন বেড প্রস্তুত

ইফতেখার শাহীন: নভেল করোনাভাইরাসকে মোকাবিলা করতে ১ হাজার পিপিই রোববার বরগুনার জেনারেল হাসপাতালে পৌঁছেছে।
এছাড়া উপজেলায় করোনায় আক্রান্তদের আইসোলেশনে রাখার জন্য ২২টি বেড প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলার করোনা বিষয়ক তত্বাবধায়ক ডাক্তার মো: সোহরাব হেসেন জানান, রোববার সকালে ১ হাজার পিপিই আমার হাতে এসে পৌছেছে, বর্তমানে করোনা সন্দেহজনক কোনো রোগী নেই। এ যাবত মোট ৪ জন রোগীকে করোনা সন্দেহে ভর্তি করা হয়েছিল। তারমধ্যে ৩ জনের নমুনা আইইসিআরে পরীক্ষা করা হয়। ৩ জনের ফলাফল নেগেটিভ আসে। অন্যজনের করোনার লক্ষণ না থাকায় পরীক্ষার প্রয়োজন হয়নি।
বরগুনা সিভিল সার্জন ডা. হুমায়ুন খাঁন শাহিন জানান, পুরো জেলার জন্য বিগত দিনে এক হাজার এবং আজ এক হাজারসহ মোট দুই হাজার পিপিই পেয়েছি, অবস্থানুযায়ী সকল উপজেলা হাসপাতালে বন্টন করা হবে।
Print Friendly

Related Posts