মতলব উত্তরে গাজী মুক্তার হোসেনের ত্রাণ বিতরণ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মুক্তার হোসেনের নিজ উদ্যোগে এলাকার এক হাজার দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বেকার হয়ে পড়া চালক, দিনমজুর ও দুস্থ পরিবারগুলোকে চাউল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ ও সাবান সহায়তা দেওয়া হয়।

সোমবার দুপুরে উপজেলার আনন্দ বাজারে উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল।

এসময় তিনি বলেন, করোনা ভাইরাস মহামারী আকারে রূপ নিয়েছে। এই মহামারী বাংলাদেশেও শুরু হচ্ছে। সেই লক্ষ্যে সরকার সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন। এ অবস্থায় বিত্তবান যারা আছেন, তারা বেকার হয়ে পড়া নিম্ন দিনমজুরদের পাশে দাঁড়াতে হবে। আমি আশা করি আজকে গাজী মুক্তার হোসেন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজের বিত্তবানরা যার যার সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবেন।

এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান কামাল, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সেলিম প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts