শব রাজ্যে এখন ভরা পূর্ণিমা

শাহ মতিন টিপু

 

মৃত্যুর মানে কী শুধু প্রিয়জনদের হারিয়ে ফেলা!
মাছেরা বাজারে আসে প্রতিদিন, জমেদের বিছানো জালে-
খেলা করে কতো মাছ; হাসতে খেলতে সকাল বিকাল দুবেলা
কতো ব্যাগে সওয়ার হয়ে চলে যায় কতো হেঁসেলে!

 

তাই বলে শোকে থেমে যায়না পদ্মার ঢেউ
পদ্মাজুড়ে উৎসবে মাতে ঢেউ আর মাছ।
যে গ্যাছে সে গ্যাছে, কেউ তা নিয়ে ভাবেনা-
ভাববার সে ফুসরত থাকলে তো!

 

তবে কার জন্য বেঁচে থাকা?
কার জন্য মাড়িয়ে চলা এতো পথ আঁকা বাঁকা?
কার জন্য এতো হা-পিত্যেশ!
নিজ সর্বস্ব বিলিয়ে কাউকে হাতে হাত রাখা!

 

সবারই বোঝার কথা নয় ফড়িংয়ের ভাষা
তাই বলে কি জলাঞ্জলি যাবে সকল আবেগ,
ঝুলে যাবে সব আশা-ভরসা?
সবই কি তবে মৃত্যুর মতো, নাকি আমিই হয়ে আছি মৃত-
নাকি আমি বাতাসে ভেসে চলা সুতো কাটা ঘুড়ি,
পতন অনিবার্য যার।

 

চারিদিকে আজ মৃতদের যেন খুব ছড়াছড়ি,
মৃতরাও এখন গায় সুর করে-
মৃতদের মিছিল এখন বিহান থেকে রাত,
মৃতরা এখন জোৎস্না হয়ে ঝরে।

 

কোন নক্ষত্র জেগে ওঠে কোন তিথিতে জানা নেই আমার
শৌর্য কতখানি রেখেছে উজ্জীবিত সূর্য তার
পরিমাপের সব ইন্দ্রিয় এখন আমার দারুণ অকার্যকর;
স্থির চোখ আমার দেখছে শুধু- শব রাজ্যে এখন ভরা পূর্ণিমা।

Print Friendly

Related Posts