কোর্টআন্দর দেওয়ান বাড়িতে কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ মামুন চৌধুরী, হবিগঞ্জ: বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে। তাদের নেই রোজগার। ঘরে নেই খাবার। জীবন হয়ে উঠছে দুর্বিসহ।  এ বিষয়টি নজরে আসে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কোর্টআন্দর গ্রামে প্রতিষ্ঠিত দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ আহমেদের।

লন্ডনে অবস্থান করা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান সৈয়দ রব মুর্শেদের পরামর্শে কর্মহীন ১৫০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

কোর্টআন্দর গ্রামের দেওয়ান বাড়িতে দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে দেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ।

এ সময় উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ, আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি চান খাঁ, ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি সৈয়দ মাহমুদ জামিল, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ জাবেদ মিয়া, সমাসেবক মীর জমিলুন্নবী ফয়সল, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন শাহজাহান, মোঃ সবুজ মিয়া, মীর মিজানুর রহমান রেজভী, দেওয়ান সৈয়দ অনিক, মোঃ শিপন মিয়া, শাহ জুনায়েদ আহমেদ রাজু , মোহাম্মদ পাবেল প্রমুখ।

খাদ্যসামগ্রী পেয়ে ফাউন্ডেশনের প্রতি সন্তোষ প্রকাশ করে কর্মহীন লোকেরা বলেন, এ সময়ে আমাদের তেমন কেউ খোঁজ খবর নেয় না। এখানে ত্রাণ উপহার দেওয়া হলো। তাই অত্যন্ত ভাল লেগেছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ আহমেদ বলেন, দরিদ্রদের পাশে আছে এ ফাউন্ডেশন। সবার সার্বিক সহযোগীতায় সমাজসেবামূলক কাজে এ ফাউন্ডেশন দিন দিন এগিয়ে চলেছে।

Print Friendly

Related Posts