টাঙ্গাইলে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে, গত ১০ মে থেকে সীমিত আকারে মার্কেট খোলা রাখার ঘোষণা দেয় সরকার। তবে আজ থেকে টাঙ্গাইলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি না মেনে চলার কারণে করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে এ বন্ধের ঘোষণা দেয়া হয়।
এর প্রতিবাদ ও দোকান খোলার অনুমতির দাবিতে ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা কেউ স্বাস্থ্য বিধি মেনে চলছিলাম না। তাই জেলা প্রশাসক মার্কেট বন্ধ করেছিলেন। আগামীকাল থেকে আবার যেন ব্যবসা পরিচালনা করতে পারি সে ব্যাপারে সংশ্লিষ্টদের কাছে দাবি করছি।’
এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিকেলে একটি ফেসবুক পোস্টে বলা হয়- ‘ব্যবসায়ী সমিতি সরকার প্রদত্ত শর্ত ও স্বাস্থ্যবিধি মেনে চলার সব রকমের প্রস্তুতি গ্রহণের জন্য সময় নিয়েছেন। প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হলে মার্কেট খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
Print Friendly

Related Posts