৩০০ বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিয়েছে ‘প্রত্যয়’

হবিগঞ্জ প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের মাটিতে জন্ম নেওয়া অরাজনৈতিক সংগঠন ‘প্রত্যয়’ অসহায়দের মুখে হাসি দেখতে চায়। তাই প্রত্যয় প্রতিবারের ন্যায় এবারের ঈদেও খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে।

শনিবার (২৩ মে) পর্যন্ত প্রত্যয়ের সদস্য তারেক, নাঈম, শরীফ, নিপু, খাইরুল, শাহেদ, আব্দুল আজিজ, মনির, রুয়েল, সুশান, নোমান, শাহিন, জাবেদ, শেখ জনি, আফজল, নুর-আমিন, ফয়সল, এমরান, রায়হান, শাকিল, মাসুদ, ডালিম, নাছিম, এস এন নূর, মাসুদ, নিজাম, ইমন, তানভির, সায়েম, জাকির, হৃদয়, সাজন মিলে শায়েস্তাগঞ্জ অঞ্চলের ৩০০ অসহায় পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেন সেমাই, চিনি, গুঁড়ো, দুধ, ময়দা, আলু, পেঁয়াজ, রসুন ডাল, তেল, লবণেরভর্তি ঈদ উপহারের প্যাকেট। এসব পেয়ে কর্মহীন অসহায় লোকেরা সন্তোষ প্রকাশ করেন।

এসব বিতরণে বিভিন্নভাবে সহায়তার হাত বাড়ান ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সমাজসেবক, প্রবাসে বসবাসকারী নামপ্রকাশে অনিচ্ছুক হৃদয়বান ব্যক্তিরা।

২০১৬ সালের ঈদুল ফিতরে অসহায় লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ‘প্রত্যয়’ যাত্রা শুরু করেছিল। অব্যাহত রয়েছে তাদের চলার পথ। সেই থেকে তারা এ পর্যন্ত ৭টি ঈদে প্রায় ৩২০০ অসহায় লোকের মাঝে খাদ্য সামগ্রী ও নতুন জামা কাপড় বিতরণ করেছে।

শায়েস্তাগঞ্জের মাটিতে জন্ম হলেও, সংগঠনটির কাজ সমাজের সর্বত্র অবহেলিত মানুষদের মুখে হাসি ফুটানো। নিজেদের পকেটের টাকা খরচ করে সংগঠনের সদস্যরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তারা একের পর এক উদ্যোগ নিয়ে অসহায় মানুষজনকে নানাভাবে সহায়তা করছেন। সমাজে তাদের মহৎ এ কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সংবাদপত্রে প্রকাশ হচ্ছে।

এসব দেখে দেশ ও প্রবাস থেকে হৃদয়বান ব্যক্তিরা কিছু কিছু কিছু আর্থিক অনুদান প্রদান করছেন ‘প্রত্যয়’কে। তারা এ অর্থও জনকল্যাণে ব্যয় করছে।

প্রত্যয়’র সদস্যরা জানান, জেলার শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন এলাকার অসহায় লোকদের পাশে রয়েছেন তারা। ‘প্রত্যয়’র উল্লেখযোগ্য চলমান সহায়তার মধ্যে রয়েছে দরিদ্রদের লেখাপড়া, অসুস্থ ব্যক্তিকে আর্থিক সাহায্য ও অসহায় রোগীদের স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ঈদ উপহার সামগ্রীসহ শীতবস্ত্র বিতরণ করা।

মামুন/এইচ

Print Friendly

Related Posts