মজুরির জমানো টাকায় দিনমজুরদেরকে উপহার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বিরামচর গ্রামের বাসিন্দা আন্নর মিয়া (৬০)। তিনি পেশায় দিন মজুর। মজুরির টাকায় সংসার চলে। দিন মজুরি করে তিনি কিছু অর্থ জমিয়েছিলেন। করোনা আসায় তারও তেমন কোন কাজ নেই। তিনি গৃববন্দি থেকে এ টাকায় চলছেন। এ সময়ে মনে অনুভব হয়েছে তার বাকী দিনমজুর সঙ্গী ও অসহায় লোকেরা কিভাবে চলছে।

ঈদ উপলক্ষে তিনি তাদেরকে (সঙ্গী ও অসহায়দের) লুঙ্গী উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। জমানো টাকায় ২০টি লুঙ্গী ক্রয় করেন। দিনমজুর ও অসহায়দের কাছে কাছে গিয়ে এ উপহার পৌঁছান।

আন্নর মিয়া জানান, পশ্চিম বিরামচরের বাসিন্দা হলে তার ঘরবাড়ি নেই। অভাবে কারণে স্ত্রী এক কন্যা সন্তান রেখে চলে গেছে। বাসা ভাড়া করে থাকতেন।

অবশেষে সারোয়ার গ্রুপের চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম শাকিল দয়া করে তাকে একটি বাসা দেন। বর্তমানে এ বাসায় তিনি বিনা ভাড়ায় বসবাস করছেন। আর সৎপথে জীবিকা নির্বাহে দিনমজুরি করে যাচ্ছেন। দুর্দিনের জন্য জামানো টাকায় বাকী দিনমজুর ও অসহায়দেরকে লুঙ্গী ও নগদ টাকা উপহার দিয়েছেন।

তিনি জানান, তার ধন সম্পদ নেই। তাতে কি, মনটা রয়েছে। নিজের অনুভব থেকে এসব করে তৃপ্তি পেয়েছেন।

মামুন/এইচ

Print Friendly

Related Posts