দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা নিয়ে যা বললেন মেসি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ৮ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সব ধরণের খেলাধুলার জন্য সবুজ সংকেত দিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এদিকে ৩ মাস পর ১১ জুন থেকে লা লিগা শুরুর ঘোষণা দিয়েছে লা লিগা আয়োজক কমিটির প্রধান হাভিয়ের তেবাস।

তবে জার্মানির বুন্দেসলিগার মতো লা লিগার ম্যাচগুলোও আয়জিত হবে বন্ধ স্টেডিয়ামে। আর নিজেদের সাধারন অনুশীলনের পাশাপাশি এর জন্যও অনুশীলন করছে দলগুলো। তবে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার বিষয়টাই বেশ অদ্ভুত লাগছে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির কাছে।

অ্যাডিডাসে লেখা এক কলামে মেসি বলেন, ‘এই মৌসুমটা পুরো ফাঁকা স্টেডিয়ামেই শেষ হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। সে সঙ্গে বেশ কিছু চ্যালেঞ্জও আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছে। অন্য যে কোনো সময়ের মতই এখনকার প্রস্তুতি আমাদের সমানই। কোনো বৈপরিত্য নেই।’

‘কিন্তু ব্যক্তিগতভাবে অনুশীলন এবং দর্শকহীন স্টেডিয়ামে খেলার মানসিক প্রস্তুতি নেওয়াটাই আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। যে কোনো খেলোয়াড়ের জন্যই মাঠে নামার সময় মনযোগ ধরে রাখাটা একটা মৌলিক বিষয়।’

এর আগে ২০১৭ সালে কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময়ে একবার ফাঁকা স্টেডিয়ামে লাস পালমাসের সঙ্গে খেলেছিল বার্সা।

সে ম্যাচের প্রসঙ্গও টেনে এনে মেসি বলেন, ‘এর আগে একবার ফাঁকা স্টেডিয়ামে খেলেছিলাম আমরা। সেটাও ছিল সত্যিই অদ্ভুত। তবে এবারের ফাঁকা স্টেডিয়ামে খেলা শুরু হওয়াটাকে স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে আমাদের। কারণ, এ ধরনের বিষয়টি তো সারা বিশ্বে একই রকম ঘটছে।’

Print Friendly

Related Posts