প্রতিটি জেলা হাসপাতালে ‘আইসিইউ ইউনিট’

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রতিটি জেলা হাসপাতালে ‘আইসিইউ ইউনিট’ স্থাপনের অনুশাসন প্রধানমন্ত্রীর। এছাড়া, করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুরক্ষা ব্যবস্থা নিয়েই কর্মক্ষেত্রে যাওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে একনেক সভায় তিনি এই তাগিদ দিয়েছেন।

সভায় ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্প পর্যালোচনা করা হয়েছে। বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ১২৭ কোটি টাকা। এর মধ্যে ৮৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

সভায়, গুরুত্ব পেয়েছে করোনা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নানা দিক। ‘কোভিড-১৯ ইর্মাজেন্সি রেসপন্ড অ্যান্ড প্যানডেমিক রেসপন্স’ নামে আরও একটি প্রকল্প পর্যালোচনা করা হয়েছে একনেক সভায়। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে, এক হাজার ৩৬৫ কোটি টাকা। এরমধ্যে ৮৫০ কোটি টাকা ঋণ দেবে এডিবি, বাকি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এর আগে জরুরি বিবেচনায় প্রকল্পগুলো অনুমোদন করেছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া সভায় পর্যালোচনা করা হয়েছে দশটি প্রকল্প।

Print Friendly

Related Posts