বরগুনার হাসপাতালে মেডিকেল সামগ্রী দিলেন খুলনা নেভাল এরিয়া কমান্ডার

ইফতেখার শাহীন: বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্টের কার্যক্রম পরিদর্শনে বরগুনা এলেন খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি।

তিনি বুধবার (৩ জুন) দুপুর ১ টায় বরগুনার এলজিইডি কার্যালয় মিলনায়তনে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার মারুফ হোসেনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এছাড়াও তিনি বরগুনার সিভিল সার্জন এর সাথে এলাকার করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরে তিনি বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বরগুনা জেনারেল হাসপাতালের জন্য সিভিল সার্জন হুমায়ুন শাহিন খানের কাছে মেডিকেল সামগ্রী ও জীবাণুনাশক সরঞ্জাম হস্তান্তর করেন।

মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় গত ২৫ মার্চ হতে বরগুনা জেলায় নৌবাহিনী কন্টিনজেন্ট মোতায়েন রয়েছে। বরগুনা জেলার ৬ টি উপজেলায় ইন এইড টু দি সিভিল পাওয়ার এর আওতায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায়, ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমে নৌবাহিনী অংশগ্রহণ করছে।

এরই ধারাবাহিকতায় খুলনা নেভাল এরিয়া নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্টের সদস্যদের প্রতি উৎসাহ ও দিক নির্দেশনা প্রদান এবং কন্টিনজেন্টের কার্যক্রম সরেজমিন পরিদর্শনে তিনি বরগুনা এলেন।

Print Friendly

Related Posts