বাসাইলে মাস্ক পরিধান না করে বের হলেই লাখ টাকা জরিমানা

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের ওপর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘরের বাহিরে বা যে কোন প্রতিষ্ঠানে অবস্থানরত যে কোন ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে নাক মুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে। মাস্ক পরিহিত অবস্থায় না পাওয়া গেলে তার সর্ব্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা ৬ মাসের জেল হতে পারে। ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বিকাল ৪ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। ৪টার পর দোকান খোলা পাওয়া গেলে জেল বা জরিমানার সম্মুখীন হতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘মঙ্গলবার  মাইকিং করে বিষয়টি সবাইকে অবগত করা হয়েছে। ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বিকাল ৪ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। আগামীকাল বুধবার (১০ জুন ) থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

 

Print Friendly

Related Posts