রাজধানীতে করোনায় আরেক চিকিৎসকের মত্যু

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসেকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যাওয়া ডা. তানজিলা রহমান ঢাকার লালমাটিয়ায় মেরিস্টোপস ক্লিনিকের সিনিয়র মেডিকেল অফিসার ছিলেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  ডা. তানজিলা এক সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ ছিলেন এবং তিন দিন আগে সিএমএইচে ভর্তি হন। তার ৩ সন্তান রয়েছে। রাজধানীর শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক শিক্ষার্থী তিনি।

ডা. তানজিলার মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত প্রাণ হারালেন ২৩ জন চিকিৎসক; আর উপসর্গে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। আক্রান্ত চিকিৎসকের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

Print Friendly

Related Posts