মতলব উত্তরে বোরোধান সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধন

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযান-২০২০ এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরো ধান সংগ্রহ অভিযান কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, খাদ্য কর্মকর্তা মো. জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ উল্লা প্রধান, ছেঙ্গারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন সরকার, কৃষকলীগ নেতা ইলিয়াছ প্রধান’সহ কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ইউএনও এএম জহিরুল হায়াত বলেন, বর্তমানে দেশে খাদ্যে কোন ঘাটতি নেই। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে যখন ক্ষমতায় আসেন তখন খাদ্যে অনেক ঘাটতি ছিল। কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কারণে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

ইউএনও আরো বলেন, তারই ধারাবাহিকতায় সরকার সারাদেশে কৃষকদের কাছ থেকে ভতুর্কি দিয়ে বোরো ধান সংগ্রহ করছে। আমরা মতলব উত্তরে লটারির মাধ্যমে ৬০০ জন কৃষক নির্বাচিত করেছি। তাদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান সংগ্রহ করা হবে। এ ব্যাপারে তিনি সর্ব মহলের সহযোগীতা কামনা করেন।

Print Friendly

Related Posts