মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জাকির হোসেন বাদশা, মতলব: বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের তত্বাবধান ও বাস্তবায়নে উপজেলার ১ হাজার ৬০ জন জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, এমপির ব্যক্তিগত সহকারী অ্যাড. লিয়াকত আলী সুমন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ওমর আলী, মৎস্যজীবি প্রতিনিধি ফুলচাঁন বর্মন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক খসরু ঢালী ও জেলেরা।

Print Friendly

Related Posts