শাদা বা কালো কোনো বিষয় নয়

শিউল মনজুর

 

 

পাখিরা নানা রঙের হয়, নানা বর্ণের হয়, গোত্রেরও হয় l তারা গাছে থাকে, ঝোঁপে থাকে,

নদী কিংবা সমুদ্রতীরে থাকে। অবশ্য কোনো কোনো পাখি পরজীবীর মতো নীড়হীন

ভবঘুরে, অন্য পাখিদের নীড়েও বাস করে। তবু, পাখি জগতের মধ্যে কোনো হইচই পড়ে

যায় না, কাঁদা মাখামাখি হয় না, জল ছোড়াছুড়ি হয় না।

 

বাঘেরাও নানা রঙের হয়, নানা বর্ণের হয়, গোত্রেরও হয় । তেমনি সিংহ কিংবা হাতির

ক্ষেত্রেও তাই । অথচ, কখনই শুনিনি বা দেখিনি পাখি, পাখিকে হত্যা করেছে , বাঘ,

বাঘকে হত্যা করেছে , সিংহ , সিংহকে হত্যা করেছে , কিংবা হাতি, হাতিকে হত্যা

করেছে।

 

শাদা বা কালো কোনো প্রধান বিষয় নয় – (জর্জ ফ্লয়েড) , বিষয়টা হচ্ছে মানুষ , এই

পৃথিবীতে একমাত্র মানুষ, মানুষকে হত্যা করে আনন্দ পায় …

Print Friendly

Related Posts