বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও মারা গেলেন

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত হয়েছে।
রোববার (২১ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শাহজাহান মিয়া (৩৫) ও তার স্ত্রী বেলেনা বেগম।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিরামপুর গ্রামে সকাল ৯টার দিকে শাহজাহান বাড়ির পাশে গেলে সেখানে মাথার উপর ঝুঁলে থাকা বৈদ্যুতিক তাঁরের সাথে তার স্পর্শ লাগে। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও আক্রান্ত হয়ে মারা যান। পাওয়ার ডেভলাপমেন্ট বোর্ড (পিডিবি) এর বেশিরভাগ বৈদ্যুতিক লাইন বাঁশের খুঁটি দিয়ে সঞ্চালন করে থাকে। এ কারণে মাঝে মধ্যেই এ ধরণের দুর্ঘটনা ঘটে। এই লাইনটিও মাটি থেকে ৫ ফুট উপরে ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন,বিদ্যুৎ কর্তৃপক্ষের খাম-খেয়ালীপনার জন্য   এমন দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে যা খুবই দুঃখজনক। আমি এলাকার মানুষের সাথে কথা বলেছি।বিদ্যুৎতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় অভিরামপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Print Friendly

Related Posts