টাঙ্গাইলে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭৬ জনে

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭৬ জনে।
বৃহস্পতিবার (২৫ জুন ) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নতুন আক্রান্তের মধ্যে মির্জাপুর ২০, ভূঞাপুর ৪, গোপালপুর ২, দেলদুয়ার ২, সখীপুর ১, সদর ১।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, টাঙ্গাইলে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।নমুনা পেন্ডিং রয়েছে ৯১৮ টি।টাঙ্গাইলে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১১ জন এবং সুস্থ হয়েছেন ১৬২ জন।বর্তমান চিকিৎসাধীন রয়েছে ৩০৩ জন।
টাঙ্গাইলে ১২ টি উপজেলার করোনায় আক্রান্ত সংখ্যা হলো, টাঙ্গাইল সদর ৭৪, মধুপুর ২৯, ধনবাড়ী ২২, গোপালপুর ২৭, ভূঞাপুর ২৯, ঘাটাইল ২১, কালিহাতী ৩৫, নাগরপুর ৩৬, দেলদুয়ার ৩১, মির্জাপুর ১৪৫, বাসাইল ১০, সখীপুর ১৭।জেলায় শনাক্ত সংখ্যা দাঁড়ালো ৪৭৬ জনে।
Print Friendly

Related Posts