একদিনেই বজ্রপাতে ১০৭ জনের মৃত্যু

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ একদিনেই বজ্রপাতে মৃত্যু হল শতাধিক মানুষের। ভারতের দুই রাজ্যে মোট মৃতের সংখ্যা মোট ১০৭।

বৃহস্পতিবারের ঝড়-বৃষ্টি চলাকালীন এই মৃত্যুর ঘটনা ঘটেছে। শুধুমাত্র বিহারেই মৃত্যু হয়েছে ৮৩ জনের। পরে জানা গিয়েছে এদিনই উত্তরপ্রদেশে ২৪ জনের মৃ্ত্যু হয়েছে।

দুই রাজ্যেই মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৪ লক্ষ টাকা করে ও উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথও ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

শুধুমাত্র এক দিনে বজ্রপাতে মৃত্যু হল ৮৩ জনের। বিহারের সরকার এই সংখ্যা প্রকাশ করেছে। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যনন্ত্রী নীতিশ কুমার।

বৃহস্পতিবারই এই ঘটনা ঘটেছে। খারাব আবহাওয়ার সতর্কবার্তা ছিল আগে থেকেই। তবে তার চেহারা যে এতটা ভয়ঙ্কর হবে, তা ভাবা যায়নি। একাধিক জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিন সংবাদসংস্থা মৃত্যুর খবর প্রকাশ করলেও সংখ্যাটা জানা যায়নি। এদিন সন্ধ্যায় বিহার সরকারের তরফ থেকে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে বিহারের গোপালগঞ্জে মৃত্যু হয়েছে ১৩ জনের। মধুবনী ও নাওয়াদায় ৯ জন করে মারা গিয়েছে। ভাগলপুরে ৬ জন ও সিওয়ানে ৬ জন, দ্বারভাঙা, বাংকা, ইস্ট চম্পারণে পাঁচজন করে ও খাগাড়িয়া এবং ঔরঙ্গাবাদে তিন জনের করে মৃত্যু হয়েছে।

এছাড়া ওয়েস্ট চম্পারণ, কৃষ্ণগঞ্জ, জামুই, জাহানবাদ, পূর্ণিয়া, সুপুল, বক্সার, কাইমুর প্রতিটি জেলায় ২ জনের করে মৃত্যু হয়েছে। সমস্তিপুর, শিবহার, সরন, সীতামারী ও মাধেপুরে এক জনের করে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Print Friendly

Related Posts