মতলব উত্তরে সবজি বাগানের জন্য কৃষকদের নগদ অর্থ বিতরণ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ২০১৯-২০ সালের খরিপ-১ মৌসুমে পারিবারিক পুষ্টির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, সাইনবোর্ড, ঘেড়া-বেড়া ও সার বাবদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের বটমূলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত দক্ষ হাতে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে এই দুর্যোগপূর্ণ সময়েও দেশে খাদ্য খাটতি নেই। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং আগামী দিনে যাতে ঘাটতি না পড়ে সেজন্য তিনি কৃষি ও অর্থনীতি চালিত রেখেছেন।

এমপি রুহুল বলেন, ইতোমধ্যেই তিনি কৃষকদের প্রণোদনা দিয়েছেন, দুস্থ পরিবারগুলোকে আর্থিক সহায়তা করেছেন, ননএমপিও শিক্ষকদের আর্থিক সুবিধা দিয়েছেন, মসজিদের ইমামদের সম্মাানি দিয়েছেন, সকল শ্রেণী পেশার মানুষ বর্তমান আওয়ামীলীগ সরকারের সুবিধা পাচ্ছেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনারই অবদান। প্রধানমন্ত্রী আমাদের প্রত্যেককে তিনটি করে গাছ রোপন করতে বলেছেন। আমরা যদি তা করি তাহলে সুবজে ভরবে দেশ, আমরা নিবো সজীব নি:শ্বাস। সেই লক্ষ্যে সকলে তিন করে গাছ রোপন করবেন। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সকলের বাড়ির আঙিনা ও পরিত্যাক্ত জমিতে সবজি চাষের আহবান জানান।

আরো বক্তব্য রাখেন, ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন নজরুল ইসলাম।

Print Friendly

Related Posts