টাঙ্গাইলে স্বাস্থ্যকর্মীসহ করোনায় নতুন আক্রান্ত ১৭

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নতুন করে এক স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪৭ জনে।

রোববার (৫ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে সদরে ১০ জন, মির্জাপুরে এক স্বাস্থ্যকর্মীসহ ৬ জন ও বাসাইল উপজেলায় ১ জন রয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ রোববার সকালে আসে। এতে টাঙ্গাইলে নতুন করে ১৭ জনের করোনা পজিটিভ আসে।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২৯ জন। ১৪ জনের মৃত্যু হয়েছে। নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ২৩৫টি। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৬ জন।

টাঙ্গাইলে ১২টি উপজেলার করোনায় আক্রান্ত সংখ্যা হলো, টাঙ্গাইল সদর ১৬০, মধুপুর ৪১, ধনবাড়ী ৩১, গোপালপুর ৩৬, ভূঞাপুর ৩৭, ঘাটাইল ২৮, কালিহাতী ৪২, নাগরপুর ৩৮, দেলদুয়ার ৪৩, মির্জাপুর ২৪৯, বাসাইল ১৫, সখীপুর ২৭।

Print Friendly

Related Posts