টাঙ্গাইলে করোনায় মৃত্যু ২, পুলিশ-শিক্ষকসহ নতুন আক্রান্ত ২২

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা নিয়েই নিজ বাড়িতে আরেক জনের মৃত্যু হয়।

সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৪ জন, মির্জাপুরে ১৫ জন, নাগরপুরে ১ জন, ঘাটাইলে ১ জন এবং কালিহাতী উপজেলায় ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬৯ জনে। এ পর্যন্ত জেলায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৯ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৭৪ জন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানান, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ২২ জনের পজেটিভ আসে। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়। অপরদিকে করোনা ভাইরাস নিয়েই নিজ বাড়িতে আরেক জনের মৃত্যু হয়। তাদের বাড়ি সদর উপজেলায়। উপজেলার আদালতপাড়ার বাকা মিয়া ব্রিজ এলাকায় গত শুক্রবার এক ব্যক্তি করোনার উপর্সগ নিয়ে মারা যায়। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে তার পজেটিভ আছে। এছাড়া একই দিন সদর উপজেলার গাড়াইলে করোনা নিয়েই আরেক জন নিজ বাড়িতে মারা যায়।

পরে বিষয়টি ওই পরিবারের লোকজন গোপন রাখলেও আজ তা প্রকাশ পায়। অপরদিকে নতুন আক্রান্তদের পুলিশ ট্রেনিং সেন্টারের ২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই কনস্টেবল। এদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের একজন বাবুচি আক্রান্ত হন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের স্টোর কিপার, অফিস সহকারী আক্রান্ত হয়েছে। এছাড়া ওই হাসপাতালের প্রধান সহকারীর স্ত্রীও আক্রান্ত হন। প্রধান সহকারী কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন। নাগরপুর উপজেলার গয়হাটা শহীদ শামসুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন।

টাঙ্গাইলে ১২টি উপজেলার করোনায় আক্রান্তর সংখ্যা হলো, টাঙ্গাইল সদর ১৬৪, মধুপুর ৪১, ধনবাড়ী ৩১, গোপালপুর ৩৬, ভূঞাপুর ৩৭, ঘাটাইল ২৯, কালিহাতী ৪৩, নাগরপুর ৩৯, দেলদুয়ার ৪৩, মির্জাপুর ২৬৪, বাসাইল ১৫, সখীপুর ২৭।

 

Print Friendly

Related Posts