কারাগারে কোভিড-১৯ প্রতিরোধে প্রস্তুতি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ প্রদান

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মহামারী কোভিড-১৯ রোগ মোকাবেলার অংশ হিসেবে কারাভ্যন্তরে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও সাধারন কর্মীদের দৈহিক ও মানসিক চাপ ব্যবস্থাপনা এবং এর প্রতিরোধে প্রস্তুতি বিষয়ক চারদিন ব্যাপী অনলাইন প্রশিক্ষণ প্রদান করল ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর।
প্রশিক্ষণ শুরু হয় গত ১ জুলাই ২০২০ এবং শেষ হয় ৫ জুলাই ২০২০। স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশনের তত্ত্বাবধানে দেশের ৬৮ টি কারাগারে পর্যায়ক্রমে প্রশিক্ষণটি পরিচালিত হবে।
এটি ছিল প্রশিক্ষণের প্রথম ব্যাচ এবং এই ব্যাচে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১,  নারায়ণগঞ্জ জেলা কারাগার, কিশোরগঞ্জ জেলা কারাগার ও গাজীপুর জেলা কারাগারের মোট ২০ জন বিভিন্ন পর্যায়ের কর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য গত ১ জুলাই-২০২০ ঢাকা আহ্ছানিয়া মিশন, জিআইজেড  বাংলাদেশ ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস ও কারা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত ইমপ্রুভমেন্ট অফ দ্যা রিয়েল সিচুয়েশন অফ ওভারক্রাউডিং ইন প্রিজন ইন বাংলাদেশ (আইআরএসওপি) প্রকল্পে মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধনী  অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম  মোস্তফা কামাল পাশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরা ইয়াসমিন, ডিরেক্টর অপারেশন, রুলঅফল,জি আই জেড বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস এর  ডিটেনশন টিম লিডার সিমন সারভি।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ।
Print Friendly

Related Posts