ভোলার কৃতি সন্তান মোহাম্মদ মোর্শেদ আলম ডিএমপির ডিসি হলেন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উপ পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ভোলার কৃতি সন্তান মোহাম্মদ মোর্শেদ আলম।

তিনি ২০১৮ সালে অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও এম আই এস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (পুলিশ) এ জয়েন করেন।

তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে হতে অর্থনীতি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

ভোলা জেলার ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা শিক্ষক (অব.) মাওলানা আবুল হাসান মো. আবুল খায়ের তার বাবা, মায়ের নাম রাশিদা বেগম।

তিনি ব্যক্তিগত জীবনে আরিশা আলম নামের এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী প্রকৌশলী আনিকা ফারিহা রশিদ এনসিওর ডেভলপারস লি.এর পরিচালক ও হেরা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য।

তিনি ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য,উপদেষ্টা- হেরা ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।

Print Friendly

Related Posts