মাদক বিরোধী কার্যক্রম ‘দাঁড়াও’ প্রকল্পের বাস্তবায়নে গোলটেবিল বৈঠক

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লাইট হাউস কনসোর্টিয়াম-যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে মাদক বিরোধী কার্যক্রম ‘ড্রাগ এবিউজ রেসিসটেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং (দাঁড়াও)’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় জুম অনলাইনের মাধ্যমে সাংবাদিকদের সাথে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন।

ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রাজশাহী ও নাটোর জেলায় প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।

ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।

আপস’র নির্বাহী পরিচালক মো. আবুল বাশার পল্টু, এনএসকেএস এর নির্বাহী পরিচালক রওশন আরা শ্যামলী সকলকে শুভেচ্ছা জানান।

গোলটেবিল বৈঠকের এক পর্যায়ে ইউএসএইড এর প্রতিনিধি সুমনা মাসুদ এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর ডেপুটি চীফ অব পার্টি শহীদ হোসাইন, সিনিয়র প্রোগ্রাম স্পেসালিস্ট সৈয়দ সুলতান চাঁদ সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

লাইট হাউজের নির্বাহী প্রধান মো.হারুন-অর-রশিদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন দৈনিক সোনার দেশ সম্পাদক মো. আকবারুল হাসান মিল্লাত, জিটিভির রাশেদ রিপন, বাংলানিউজের প্রতিবেদক শরীফ সুমন, এসএটিভির রাজশাহী ব্যুরো চীফ জিয়াউল গনি সেলিম, ইউনির্ভাসাল নিউজের সিনিয়র প্রতিবেদক এমএ আমিন রিংকু, যায়যায়দিন এর জাহিদ হাসান, মাছরাঙা টেলিভিশনের গোলাম রাব্বানী, কালের কন্ঠের রাজশাহী ব্যুরো চীফ রফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য নিশ্চিত করার লক্ষ্যে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে। মাদক সর্বনাশী, পরিবারকে বিচ্ছিন্ন করে ফেলে এই মাদক, আমাদের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। লেখনির মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে মূখ্য ভূমিকা রাখবে সাংবাদিকরা।

সূত্র: মোহাম্মদ রুবায়েত, মিডিয়া ম্যানেজার  ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর

Print Friendly

Related Posts