৩০ সেকেন্ডেই হবে করোনা টেস্ট

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনার সঙ্গে যুদ্ধে কীভাবে দ্রুত জয়ী হওয়া যায় সেই চেষ্টাই চলছে বিশ্ব জুড়ে। কেউ তৈরি করছে ওষুধ, কেউ নিয়ে আসছে ভ্যাক্সিন। এবার করোনার মোকাবিলায় ভারতে আসছেন ইসরায়েলের বিজ্ঞানীরা।

জানা গিয়েছে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবেন এই বিজ্ঞানীরা। তাঁরা একটি বিশেষ টেস্ট কিট তৈরি করবেন, যা নাকি মাত্র ৩০ সেকেন্ডেই বলে দেবে মানব দেহে করোনার উপস্থিতি।

ইসরায়েলের দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে জানা গিয়েছে আগামী কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিদেশ, প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রক ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এর জন্য ভারতে আসছে একটি বিশেষ বিমান। আর তাতে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে ইসরায়েলের ডিফেন্স মিনিস্ট্রির গবেষকদের।

ভারতীয় বিজ্ঞানী কে বিজয় রাঘবন ও ডিআরডিও-র সঙ্গে কাজ করবে ইসরায়েল। ইসরায়েলের দূতাবাসের দাবি, করোনাকে সঙ্গে নিয়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফেরা যায় সেই প্রচেষ্টাই করবে দুই দেশ।

অতিমারীর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তিনবার ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Print Friendly

Related Posts