দেশে করোনায় শনাক্ত সোয়া দুই লাখ ছাড়ালো

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবে শনাক্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মোট ‍মৃত্যু তিন হাজার ছুঁই ছুঁই। সুস্থ হয়েছেন সোয়া এক লাখের বেশি মানুষ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।

তিনি বলেন, নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৫৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৩৬-এ। নতুন করে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৬৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।

Print Friendly

Related Posts