কলাপাড়ায় করোনাভাইরাসে কর্মহীন ৫৩৩ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

এস.এম ইলিয়াস জাবেদ,কলাপাড়া প্রতিনিধি: করোনা ভাইরাসে কর্মহীন কলাপাড়ায় ৫৩৩ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন বে-সরকারি উন্নয়ন সংস্থ্যা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ  মহিব্বুর রহমান মহিব এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলাপাড়া সিপিপি’র সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, এমপির ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস এম আলমগীর হোসেন, ওয়ার্ল্ড কনসার্ন’র প্রকল্প ব্যবস্থাপক সিলভেষ্টার মাইকেল মধু,জেমস রাজিব বিশ্বাস, পায়েল দাস, নির্মল টুডু প্রমুখ।
সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা জেমস রাজিব বিশ্বাস বলেন, উপজেলার বালিয়াতলী, মিঠাগঞ্জ,ডালবুগঞ্জ, মহিপুর, নীলগঞ্জ ও লতাচাপলী ইউনিয়নে ৫৩৩ পরিবারের প্রতিজনকে ২০ কেজি চাল, আড়াই কেজি সয়াবিন তেল, ৬ কেজি ৭৫০ গ্রাম মশুরী, মুগ ও ছোলা বুট ও চিড়া, চিনি, লবন, সাবান, ডিটারজেন্ট ও মাস্ক প্রদান করা হয়।
Print Friendly

Related Posts