টাইগারদের ঈদ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনায় দীর্ঘসময় মাঠের বাইরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও কথার পোস্টের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ভক্তদের সাথে।

সাকিব আল হাসান থেকে রুবেল হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ থেকে মুশফিকুর রহিম হয়ে মোস্তাফিজুর রহমান, সকলে ফেসবুককে বেছে নিয়েছেন টাইগারপ্রেমীদের কাছাকাছি আসার জন্য।

পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব ঈদের শুভেচ্ছার সঙ্গে জানিয়েছেন অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আযহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’

টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সালাম জানিয়ে ছোট্ট কথায় শেষ করেছেন শুভেচ্ছা জানানো। লিখেছেন, ‘সকলকে ঈদ মুবারক।’ তার ভায়রা ভাই মুশফিকুর রহিমও সকলকে সালাম জানিয়ে লিখেছেন, ‘মহান আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন, আমাদের সকল ভালো কাজের সঙ্গে এবং আমাদের পুরস্কৃত করুন দুনিয়ায় ও তারপরও।’
জুনিয়র তাসকিনের সঙ্গে ছবি পোস্ট করে পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘সকলকে আন্তরিক ঈদ-উল-আযহা মুবারক, আমার ও তাসফিন আহমেদ রিহানের পক্ষ থেকে।’ আরেক পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আমাদের জীবন। সবাইকে রইল পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বাবা-ভাইদের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বজুড়ে আমার সকল মুসলিম ভাই ও বোনদের ঈদ মুবারক।’ সঙ্গে সবার সুস্বাস্থ্য, শান্তি ও উন্নতি কামনা করেছেন টাইগারদের বাঁহাতি পেসার।
Print Friendly

Related Posts