অক্টোবরে ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে রাশিয়া

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ অক্টোবর মাস থেকেই দেশের জনগণের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো জানিয়েছেন, রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই ভ্যাকসিন। আগস্টেই ভ্যাকসিনটি স্থানীয় পর্যায়ে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হবে।

মিখাইল মুরশকো জানান, অক্টোবর মাস থেকে জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে।  প্রথমে শিক্ষক ও চিকিৎসকদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

গত ১২ জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি-এর উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা।

রাশিয়াতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৫ হাজার ৪৪৩ জন। আর সেখানে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮ জনে।

Print Friendly

Related Posts