মাঝ আকাশে দুই বিমানে ধাক্কা, কেউ বেঁচে নেই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মাঝ আকাশে দুই বিমানে ভয়াবহ ধাক্কা। দুটি বিমানের ধাক্কা লেগে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। শুক্রবার ঘটনাটি ঘটেছে আলাস্কার আংকোরাগে।

অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে একজন ল-মেকার ছিলেন বলেও জানা গিয়েছে।

আলাস্কার সোলদোতনা এয়ারপোর্টের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুটি বিমানের কেউ বেঁচে নেই। লিখিত বিবৃতিতে একথা জানিয়েছেন আলাস্কা স্টেট ট্রুপার।

একটি বিমানে একাই ছিলেন জনপ্রতিনিধি গ্যারি নোপ। তিনি নিজেই চালাচ্ছিলেন বিমানটি। আর একটি বিমানে ছিলেন বেশ কয়েকজন পর্যটক। পাইলট ছিলেন স্থানীয়, পর্যটকেরা ছিলেন সাউথ ক্যারোলিনার বাসিন্দা ও কানসাস থেকে ছিলেন একজন গাইড।

প্রত্যেকেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। একজনকে শুধু হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। হাইওয়ের উপর পড়ে ছিল বিমানের ভাঙা অংশ। আলাস্কার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এর মধ্যে একটি বিমান Havilland DHC-2 Beaver.

Print Friendly

Related Posts