এমপি সালমা চৌধুরীকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনায় আক্রান্ত রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) সালমা চৌধুরী রুমাকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে তাকে (সালমা চৌধুরী) ভর্তি করা হয়।  সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুপুর ২টা ৩৫ মিনিটে রাজবাড়ী স্টেডিয়াম থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে।

জানা গেছে, হালকা জ্বর থাকায় গত ২৮ জুলাই তার নমুনা সংগ্রহ করা হয়। তখন থেকে সালমা চৌধুরী হোম কোয়ারেন্টাইনে ছিলেন। রোববার (২ আগস্ট) রাতে তার করোনা পজিটিভ আসার সংবাদ জানানো হয় জেলা স্বাস্থ্য বিভাগ থেকে। সোমবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। ফলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা রাজবাড়ীর সাবেক এমপি ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে।

Print Friendly

Related Posts