আইপিএলে কোহলির নেতৃত্বে খেলতে মুখিয়ে রয়েছেন ফিঞ্চ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আইপিএল শুরু হতে এখনও প্রায় দেড় মাস৷ তবু আইপিএল ২০২০ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে খেলোয়াড়দের৷ কয়েকজন তো নিজে নিজেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে৷

আর এবারের আইপিএলে বিরাট কোহলির নেতৃত্বে খেলার জন্য মুখিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ৷

চলতি আইপিএলে মারকুটে অজি ব্যাটসম্যানকে খেলতে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে৷ ২০১৯ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত খেলোয়াড়দের নিলামে আরসিবি কিনেছিল অ্যারোন ফিঞ্চ, ক্রিস মরিস, ডেল স্টেইন, জোশুয়া ফিলিপ এবং ইসুরু উদানার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে৷ ব্যাটিং করতে সক্ষম হয়েছিল। ফিঞ্চ যোগ দেওয়ায় কোহলি এবং এবি ডি’ভিলিয়ার্সের সমৃদ্ধ আরসিবি ব্যাটিং আরও শক্তিশালী হল, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই৷

এএনআই-কে এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার ওয়ান ডে এবং টি-২০ অধিনায়ক ফিঞ্চ বলেন, ‘আমি আরসিবি-র সঙ্গে যোগ দিতে অপেক্ষা করতে পারছি না। এমন একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়েছি, যেখানে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় রয়েছে৷ তবে চিনাস্বামীতে ঘরের মাঠে ভিড়ের সামনে খেলা হলে অবাক হয়ে হত৷ তবে সংযুক্ত আরব আমিরশাহীতে এই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করা এখনও আমার কাছে দারুণ ব্যাপার৷’

করোনাভাইরাসের কারণে চলতি বছর আইপিএল দেশের মাটিতে হচ্ছে না৷ মার্চ মাস স্থগিত থাকা ৫৩ দিনের এই টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহীতে৷ আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর৷ ফাইনাল ১০ নভেম্বর৷ ম্যাচগুলি হবে আমিরশাহীর তিন শহর দুবাই, আবুধাবি এবং শারজাতে৷

২০২০-তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) হয়ে বিরাট কোহলির নেতৃত্বে খেলা প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘বিরাটের নেতৃত্বে আমি প্রথমবারের জন্য মাঠে নামব৷ এ নিয়ে আমি খুব উচ্ছ্বসিত৷ আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে বেশ কয়েক বছর ধরে ওর বিপক্ষে খেলছি৷ আমি জানি ও কেমন প্রতিযোগী কিন্তু এবার সতীর্থ হিসেবে ওর সঙ্গ উপভোগ করতে চাই৷’

Print Friendly

Related Posts