টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লিভারপুলকে হারিয়ে নতুন মৌসুমের (২০২০-২১) প্রথম শিরোপা শোকেসে তুললো আর্সেনাল।

শনিবার (২৯ আগস্ট) রাতে কমিউনিটি শিল্ডের ফাইনালে লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্সেনাল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।

শনিবার ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। এ সময় বুকায়ো সাকার বাড়িয়ে দেওয়া বল থেকে বাঁকানো শটে দুর্দান্ত এক গোল করেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে গার্নার্সরা।

বিরতির পর ৭৩ মিনিটে সমতা ফেরায় লিভারপুল। এ সময় কর্নার থেকে আসা বলে গোল করেন তাকুমি মিনামিনো। যদিও তার গোলটি নিশ্চিত হওয়ার জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিতে হয়। শেষ পর্যন্ত গোলটি টিকে যায়।

এই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

এরপর টাইব্রেকারেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। লিভারপুলের তৃতীয় শটটি বারে মেরে দেন আরহিয়ান ব্রিউস্টার। অন্যদিকে আর্সেনাল পাঁচটি শট থেকেই গোল আদায় করে নেয়। প্রথম গোলের মতো পেনাল্টি শটে শেষ গোলটিও করেন আউবেমেয়াং। দলকে জেতান শিরোপা।

Print Friendly

Related Posts