জুলহাস হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর

মো. রাসেল হোসেন:  ঢাকার ধামরাইয়ে বিজয় টিভির স্থানীয় প্রতিনিধি জুলহাস উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামী শাহীন ও মোয়াজ্জেমের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার বিকালে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিকা খানের আদালতে ওই দুই আসামীর ১০ দিন করে রিমান্ড চাইলে বিচারক তাদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা জেলার কোর্ট পরিদর্শক মোঃ মেজবা উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, বিকালে ওই দুই আসামীকে আদালতে রিমান্ড আবেদন করে উঠানো আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার ধামরাই থানা থেকে তাদের প্রজন ভ্যানে করে আদালতে আনা হয়।
প্রসঙ্গত, গতকাল বিকালে ধামরাইয়ের বারবারিয়া বাসস্ট্যান্ডে সাংবাদিক জুলহাস উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী শাহীন ও তার সহযোগী প্রকাশ্য দিবালোকে জুলহাসকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে। এই ঘটনায় গতকাল স্থানীয়রা হত্যাকান্ডে অংশ নেয়া শাহীন ও মোয়াজ্জেমকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে রাতে নিহতের বোন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪ জনকে আসামীকে করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ছবি: গ্রেফতার হওয়া শাহিন ও মোয়াজ্জেম  
Print Friendly

Related Posts