নতুন কবিতা ॥ মেহজাবিন

এস এম মাসুদ রানা (রবি)

মেহজাবিন- আজো তুমি আমাদের শহরে আছো,
ঢাকা শহরের বয়সিনী তুমি এক মেয়ের মতন।
অবাক চোখ মেলে ওই হিমালয়ে দেখেছো,
হিমবাহের বরফ দিয়ে মনকে শীতল করার আয়োজন।
এঁকে দিয়েছ তোমার পদচিহ্ন শহর থেকে শহরের গায়ে ,
তার পর একদিন আচানক গিয়েছে হারায়ে।

বয়স বেড়েছে তোমার আমার
বেড়েছে -পৃথিবীর উষ্ণতা আর আলো,
নীল সমদ্রের পানি অন্ধকার
তবুও পাখির গান লাগে ভাল।

মানুষ আজ অসহায়-দুর্যোগে ভবিষ্যৎ অনুজ্জল,
পাপ অথবা অন্য কোনো সাধনার ফল।

মনে পড়ে কবে এক ভরা পূর্ণিমার রাতের আকাশে ,
উত্তাল সাগরের ঢেউ নিয়েছে টেনে সভ্যতাকে স্রোতের বাতাসে।

যেন সব মলিন সমাজে পাপি মানুষের দল
ভুল বুঝতে পেরে,
ফিরেছে তার নীড়ে
নতুন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ভোরের কল্লোল।

Print Friendly

Related Posts